Posts

মাধ্যমিকের মার্কশীট বিতরনের দিনের পরিবর্তন করল মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিকের মার্কশীট বিতরনের দিনের পরিবর্তন করল মধ্যশিক্ষা পর্ষদ। 21/07/2020 তারিখে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ যে 23 তারিখে লকডাউন ঘোষণার কারণে স্কুল থেকে মার্কশিট বিতরণ করা সম্ভব হবে না। বর্তমানে করণা আবহে এইরকম অত্যাবশ্যক হয়ে পড়েছেন এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই কারণেই আগামী বৃহস্পতিবার ও শনিবার লন্ডন ঘোষণা করা হয়েছে রাজ্যে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছেন 22 তারিখ ও 23 তারিখ স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট বিতরণ করবে 50 ক্যাম্প তৈরি করে। যেখানে সমস্ত রকম বাধা-নিষেধ অর্থাৎ সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। তবে স্কুল থেকে মার্কশিট বিতরণ করা হবে আগামী 22 ও 24 শে জুলাই। একইসঙ্গে এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানান এবছর মার্কশীট নেওয়ার জন্য স্কুলে আসতে হবে না ছাত্র-ছাত্রীদের। এবছর স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করবেন অভিভাবকরা, তবে অবশ্যই মার্কশীট সংগ্রহ  করতে আসার সময় সঙ্গে নিয়ে আসতে হবে পরীক্ষার্থীর এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট। একই রকম ভাবে আরো জানান মার্কশিট বিতরণের দিন স্কুলে উপস্থিত থাকতে হবে স্কুলের 50 শতাংশের বেশি শিক্ষক-শিক্ষিকাকে। এবং

ভর্তি একাদশ শ্রেণী ২০২১ নতুন আপডেট

Image
মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে 15 জুলাই এবং সমস্ত স্কুল থেকে মার্কশিট ও রেজাল্ট বিতরণ করা হবে 22 ও 23 শে জুলাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অর্থাৎ করণা আবহে সমস্ত রকমের সামাজিক দূরত্ব মেনে স্কুল কর্তৃপক্ষ এবং জেলার জেলার আধিকারিকরা সমস্ত রকমের দায়িত্ব রেখে সমস্ত পরীক্ষার্থীর অভিভাবকদের হাতে সার্টিফিকেট তুলে দেবেন।  তবেই মাকসিট বিতরনের পরবর্তীতে সকলের মাথায় একটা প্রশ্ন করছে সেটি হল কবে থেকে শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তি। এই প্রশ্নের উত্তরে গত 16 জুলাই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন আগামী পহেলা আগস্ট থেকে 10 ই আগস্ট পর্যন্ত ভর্তি হবে যারা নিজের স্কুলে ভর্তি হতে চায় একইসঙ্গে 11 ই আগস্ট থেকে 31 ই আগস্ট ভর্তি হবে যারা একাদশ শ্রেণির অন্য স্কুলে ভর্তি হতে চায়। অবশ্যই এই ভর্তির প্রক্রিয়া ও অভিভাবকরাই শেষ করবেন।সমস্ত রকমের সামাজিক দূরত্ব বিধি মেনেই ভর্তি প্রক্রিয়া শেষ করার কথা বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ বিষয়ে আরও বিস্তারিত নিচে যেওয়া ভিডিওতে জানানো হলো.... সকলকে আনেক ধন্যবাদ.........

দারুণ খবর >>>>>>> H.S Suggestion 2019>>>> Published

Image
#   উচ্চ মাধ্যমিক ভাষার ইতিহাস প্রশ্ন-উত্তর   Published             # .  উচ্চ মাধ্যমিক বাংলা  গল্প ও কবিতার প্রশ্ন-উত্তর  ... PDF Download  Published   # . উচ্চ মাধ্যমিক ২০১৯ বাংলা ভাষা ও সাহিত্যের   PDF  Published     #.  উচ্চ মাধ্যমিক ২০১৯  নাটক ,আন্তর্জাতিক কবিতা - গল্প ও আমার বাাংলা) PDF    Published     #. উচ্চ মাধ্যমিক ২০১৯ বাংলা PDF (M.C.Q and S.A.Q)   Published  

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2019

Image
Last Minute মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2019 for PDF     Click Here

উচ্চ মাধ্যমিক 2019 পরীক্ষার ইংরেজি সাজেশন। PDF

Image
  এটি একটি  2019 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংরাজী সাজেশন । এই সাজেশন এ প্রতিটি বিষয় আলাদা আলাদা ভাবে দেখানো হয়েছে।  পরীক্ষার জন্য অবশ্যই তুমি এই সাজেশনটি ফলো করতে পারো। সাজেশন এর PDF পেতে নিচের Link অবশ্যই  Click করুন ... ..  Click Here  

Breaking News For Class 10 and Class 12

Image
আজ  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত PDF File Upload (আপলোড) করা হল ;  এই PDF File পাবে আমাদের এই পেজের   Home page >  All PDF  > Class 10> Class 12 Click Here 

মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2019

Image
Madyamik মাধ্যমিক একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ,ছাত্র ছাত্রীরা এই পরীক্ষাটা জীবনের প্রথম বড় পরীক্ষা হিসেবে দিয়ে থাকে। এই পরীক্ষা যাতে আরো ভালো ও সহজ হয়ে ওঠে তার জন্য আমাদের কিছু প্রয়াস। আমরা হ্যাশট্যাগ স্কুল  # Hashtag School  এর পক্ষ থেকে বেশ কিছু কাজ করছি এই ওয়েবসাইটের মাধ্যমে। আমাদের এই ওয়েবসাইটে সকলকে স্বাগতম। মাধ্যমিক পরীক্ষার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই প্রয়োজন সেই সমস্ত বিষয় নিয়ে  আমরা আলোচনা করেছি। একই সঙ্গে জানিয়ে রাখি আমাদের  একটি ইউটিউব (YouTube) চ্যানেল রয়েছে  যেখানে আমরা সরাসরি ছাত্র ছাত্রীদের সঙ্গে আলোচনা করেছি কিভাবে তারা পরীক্ষায় সফল হতে পারে এবং ভালো ফল করতে পারে। তোমরা চাইলে অবশ্যই ইউটিউবে YouTube  হ্যাশট্যাগ স্টাডি #Hashtag Study চ্যানেলটি দেখতে পারো।মাধ্যমিক পরীক্ষার প্রয়োজনীয় সাজেশন আমরা ভিডিও করে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে । তার সঙ্গে আরও জানিয়ে রাখি প্রয়োজনীয় নোটস এর পিডিএফ ( PDF) ফাইল আমাদের এই চ্যানেলের All PDF Tool ক্লিক করে তুমি পেতে পারো। সকল কে ধন্যবাদ ।