ভর্তি একাদশ শ্রেণী ২০২১ নতুন আপডেট

মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে 15 জুলাই এবং সমস্ত স্কুল থেকে মার্কশিট ও রেজাল্ট বিতরণ করা হবে 22 ও 23 শে জুলাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অর্থাৎ করণা আবহে সমস্ত রকমের সামাজিক দূরত্ব মেনে স্কুল কর্তৃপক্ষ এবং জেলার জেলার আধিকারিকরা সমস্ত রকমের দায়িত্ব রেখে সমস্ত পরীক্ষার্থীর অভিভাবকদের হাতে সার্টিফিকেট তুলে দেবেন।
 click here


 তবেই মাকসিট বিতরনের পরবর্তীতে সকলের মাথায় একটা প্রশ্ন করছে সেটি হল কবে থেকে শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তি। এই প্রশ্নের উত্তরে গত 16 জুলাই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন আগামী পহেলা আগস্ট থেকে 10 ই আগস্ট পর্যন্ত ভর্তি হবে যারা নিজের স্কুলে ভর্তি হতে চায় একইসঙ্গে 11 ই আগস্ট থেকে 31 ই আগস্ট ভর্তি হবে যারা একাদশ শ্রেণির অন্য স্কুলে ভর্তি হতে চায়। অবশ্যই এই ভর্তির প্রক্রিয়া ও অভিভাবকরাই শেষ করবেন।সমস্ত রকমের সামাজিক দূরত্ব বিধি মেনেই ভর্তি প্রক্রিয়া শেষ করার কথা বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এ বিষয়ে আরও বিস্তারিত নিচে যেওয়া ভিডিওতে জানানো হলো....


সকলকে আনেক ধন্যবাদ.........

Comments

Popular posts from this blog

Breaking News For Class 10 and Class 12

মাধ্যমিকের মার্কশীট বিতরনের দিনের পরিবর্তন করল মধ্যশিক্ষা পর্ষদ।