মাধ্যমিকের মার্কশীট বিতরনের দিনের পরিবর্তন করল মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিকের মার্কশীট বিতরনের দিনের পরিবর্তন করল মধ্যশিক্ষা পর্ষদ। 21/07/2020 তারিখে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ যে 23 তারিখে লকডাউন ঘোষণার কারণে স্কুল থেকে মার্কশিট বিতরণ করা সম্ভব হবে না। বর্তমানে করণা আবহে এইরকম অত্যাবশ্যক হয়ে পড়েছেন এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই কারণেই আগামী বৃহস্পতিবার ও শনিবার লন্ডন ঘোষণা করা হয়েছে রাজ্যে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছেন 22 তারিখ ও 23 তারিখ স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট বিতরণ করবে 50 ক্যাম্প তৈরি করে। যেখানে সমস্ত রকম বাধা-নিষেধ অর্থাৎ সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।তবে স্কুল থেকে মার্কশিট বিতরণ করা হবে আগামী 22 ও 24 শে জুলাই।



একইসঙ্গে এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানান এবছর মার্কশীট নেওয়ার জন্য স্কুলে আসতে হবে না ছাত্র-ছাত্রীদের। এবছর স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করবেন অভিভাবকরা, তবে অবশ্যই মার্কশীট সংগ্রহ  করতে আসার সময় সঙ্গে নিয়ে আসতে হবে পরীক্ষার্থীর এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট।

একই রকম ভাবে আরো জানান মার্কশিট বিতরণের দিন স্কুলে উপস্থিত থাকতে হবে স্কুলের 50 শতাংশের বেশি শিক্ষক-শিক্ষিকাকে। এবং মার্কশীট বিতরনের সমস্ত রকমের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে হবে স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা কে। করুনা আবহে সামাজিক বিধি নিষেধ জানিয়েছেন স্কুলের সমস্ত অশিক্ষক ও শিক্ষক কর্মীগণ বাধ্যতামূলকভাবে মুখে মাক্স ও হাতে গ্লাভস পড়বে সঙ্গে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার।

যে সমস্ত অভিভাবকরা কনটেইনমেন্ট জোন থেকে মার্কশীট সংগ্রহ করতে আসবেন তাদের জন্য রাখতে হবে আলাদা ব্যবস্থা, বিশেষ সুবিধার কথাই বলেছেন শিক্ষা দপ্তর। করুনার এইরূপ আবহে আগামী দিনের স্কুল কবে খুলবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট দিন ঘোষণা করা সম্ভব হচ্ছে না।

মাকসিট বিতরণ কার্যক্রম শুরু হওয়ার আগেই সমস্ত স্কুল কে  সানি টাইস করার কথা জানিয়েছিলেন রাজ্য শিক্ষা দপ্তর। আমরা যাইনি রাজ্যের বেশকিছু ইস্কুল কে করেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করা হয়েছিল। সেই সমস্ত স্কুল গুলোকেই স্যানিটাইজ  করার কথা বলেছেন শিক্ষা দপ্তর। সেই প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা দপ্তর।

Comments

Popular posts from this blog

Breaking News For Class 10 and Class 12

ভর্তি একাদশ শ্রেণী ২০২১ নতুন আপডেট