Posts

Showing posts from July, 2020

মাধ্যমিকের মার্কশীট বিতরনের দিনের পরিবর্তন করল মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিকের মার্কশীট বিতরনের দিনের পরিবর্তন করল মধ্যশিক্ষা পর্ষদ। 21/07/2020 তারিখে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ যে 23 তারিখে লকডাউন ঘোষণার কারণে স্কুল থেকে মার্কশিট বিতরণ করা সম্ভব হবে না। বর্তমানে করণা আবহে এইরকম অত্যাবশ্যক হয়ে পড়েছেন এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এই কারণেই আগামী বৃহস্পতিবার ও শনিবার লন্ডন ঘোষণা করা হয়েছে রাজ্যে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছেন 22 তারিখ ও 23 তারিখ স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট বিতরণ করবে 50 ক্যাম্প তৈরি করে। যেখানে সমস্ত রকম বাধা-নিষেধ অর্থাৎ সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। তবে স্কুল থেকে মার্কশিট বিতরণ করা হবে আগামী 22 ও 24 শে জুলাই। একইসঙ্গে এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানান এবছর মার্কশীট নেওয়ার জন্য স্কুলে আসতে হবে না ছাত্র-ছাত্রীদের। এবছর স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করবেন অভিভাবকরা, তবে অবশ্যই মার্কশীট সংগ্রহ  করতে আসার সময় সঙ্গে নিয়ে আসতে হবে পরীক্ষার্থীর এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট। একই রকম ভাবে আরো জানান মার্কশিট বিতরণের দিন স্কুলে উপস্থিত থাকতে হবে স্কুলের 50 শতাংশের বেশি শিক্ষক-শিক্ষিকাকে। এবং

ভর্তি একাদশ শ্রেণী ২০২১ নতুন আপডেট

Image
মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে 15 জুলাই এবং সমস্ত স্কুল থেকে মার্কশিট ও রেজাল্ট বিতরণ করা হবে 22 ও 23 শে জুলাই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অর্থাৎ করণা আবহে সমস্ত রকমের সামাজিক দূরত্ব মেনে স্কুল কর্তৃপক্ষ এবং জেলার জেলার আধিকারিকরা সমস্ত রকমের দায়িত্ব রেখে সমস্ত পরীক্ষার্থীর অভিভাবকদের হাতে সার্টিফিকেট তুলে দেবেন।  তবেই মাকসিট বিতরনের পরবর্তীতে সকলের মাথায় একটা প্রশ্ন করছে সেটি হল কবে থেকে শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তি। এই প্রশ্নের উত্তরে গত 16 জুলাই রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন আগামী পহেলা আগস্ট থেকে 10 ই আগস্ট পর্যন্ত ভর্তি হবে যারা নিজের স্কুলে ভর্তি হতে চায় একইসঙ্গে 11 ই আগস্ট থেকে 31 ই আগস্ট ভর্তি হবে যারা একাদশ শ্রেণির অন্য স্কুলে ভর্তি হতে চায়। অবশ্যই এই ভর্তির প্রক্রিয়া ও অভিভাবকরাই শেষ করবেন।সমস্ত রকমের সামাজিক দূরত্ব বিধি মেনেই ভর্তি প্রক্রিয়া শেষ করার কথা বলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ বিষয়ে আরও বিস্তারিত নিচে যেওয়া ভিডিওতে জানানো হলো.... সকলকে আনেক ধন্যবাদ.........